বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
ছাত্রের অঙ্গিকারনামা
আমি, এই মর্মে অঙ্গীকার করছি যে—,
- মাদ্রাসার (বর্তমানে এবং ভবিষ্যতে গৃহিতব্য) সকল আইন-কানুন যথাযথভাবে মানিয়া চলিতে সচেষ্ট থাকিব।
- বাংলাদেশের সর্ব প্রকার রাজনীতি ও রাষ্ট্রদ্রোহী কাজ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখিব।
- মাদ্রাসার মুহতামিম, শিক্ষক সহকর্মীবৃন্দ এবং আগত অভিভাবক ও অথিথিদের প্রতি সম্মান প্রদর্শন জরুরী মনে করিব।
- মাদ্রাসার আসবাবপত্র যথাযথ হিফাজত করিব। মাদ্রাসার কোন সম্পদ নষ্ট হইতে দিব না বা নিজে মাদ্রাসার কোন জিনিসের ক্ষতিসাধন করিব না।
- উস্তাদগনের অনুমতি ছাড়া মাদ্রাসার বাহিরে যাবো না। অনুমতি ব্যতিত (গেট ম্যনের চোখ ফাকি দিয়ে) বাহিরে গেলে (আল্লাহ না করুক) যে কোন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
- মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্টকারী সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। যদি কারো নিকট পাওয়া যায় তা ননষ্ঠ করা সহ যেকোন শাস্তি নিতে বাধ্য থাকিব।
- নিজের আসবাবপত্র নিজে হেফাজতে রাখিব, হারিয়ে গেলে মাদ্রাসার কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
- বিনা অনুমোতিতে কারও জিনিস, খাওয়া ও পান করা, ব্যবহার করা, নিজের কাছে রাখা, অন্যকে প্রদান করা এবং উস্তাদগনের বিনা অনুমোতিতে নিজের কোন আসবাব ক্রয় বিক্রয় ও কর্জ লেনদেন করিব না।
- পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায়সহ সুরা ইয়াসিন, ওয়াকেয়া এবং অন্যান্য আমল করিব।
- আমার চাল-চলন কথাবার্তা সন্দেহযুক্ত ও ক্ষতিকর মনে হইলে মুহতামিম সাহেব কোন কারণ ব্যাতিরেকেই আমাকে বহিষ্কার করিতে পারিবেন।
- উপরোক্ত শর্তাবলীর যে কোন শর্তের খেলাপ করিলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে বহিষ্কার বা যে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিলে তাহাতে আমার বা আমার অভিভাবকের কোন ওজর আপত্তি থাকিবে না।
অভিভাবকের অঙ্গিকারনামা
আমি, এই মর্মে অঙ্গীকার করছি যে—
- আমার সন্তান কে দ্বীনি তালিম ও তরবিয়াতের মাধ্যমে আল্লাহ্ ওয়ালা, সুশিক্ষিত দেশ প্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব মাদ্রাসার কর্তৃপক্ষের উপর ন্যস্ত করিলাম। এ ব্যাপারে মাদরাসার আইন-কানুনের উপর আমার কোন হস্তক্ষেপ থাকিবে না।
- আমি অভিভাবক হিসেবে তার শিক্ষার ক্ষেত্রে কোন সমস্যাবোধ করলে মাদ্রাসার মুহতামিম বা শিক্ষক গণকে অবহিত করার ক্ষেত্রে অভিভাবক হিসেবে সুলভ আচরণ করিব।
- লেখা-পড়ার স্বার্থে মাদ্রাসার নির্ধারিত ছুটি ছাড়া যে কোন ছুটি দেওয়া/না দেওয়া উস্তাদগণের দায়িত্বে থাকিবে। অভিভাবকগণ কোন প্রকার আপত্তি করিতে পারিবে না।
- যদি আপনার সন্তানের পূর্ব থেকে যে কোন বদ-অভ্যাস থাকে তবে অবহিত করিবেন।
- মাদ্রাসার কোন ছাত্র উস্তাদ কিংবা অন্যান্য ষ্টাফদের সাথে কোন ধনের অর্থনৈতিক লেনদেন করিব না। এবং তার দায়িত্ব ও নিব না পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ এর কোন দায়দায়িত্ব বহন করিবে না।
- আমার সন্তানের চারিত্রিক কোন ত্রুটি পাওয়া গেলে তার জন্য কর্তৃপক্ষ যে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিলে আমি তা মানতে বাধ্য থাকিব।
- আমার সন্তানের লেখা-পড়া ও আমল-আখলাকের খোঁজ-খবর ও দায়িত্বশীল উস্তাদ ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বজায় রাখা আমার একান্ত কর্তব্য মনে করিব।
- উস্তাদগণের লিখিত/মৌখিক অনুমোতি ছাড়া বাহিরে গিয়ে হারিয়ে গেলে বা নিজ অপরাধে বিপদগ্রস্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
- উপরোক্ত শর্তাবলীর যে কোন শর্তের খেলাপ করিলে কর্তৃপক্ষ ছাত্রের ব্যাপারে বহিষ্কার বা যে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিলে তাতে অভিভাবক হিসেবে আমাদের কোন ওজর-আপত্তি থাকিবে না।
একাডেমিক নিয়মাবলী
**ভর্তি হওয়ার সময় ছাত্রের ২কপি ও অভিবাবকের ২ কপি ছবি ও জন্মনিবন্ধনের ফটোকপি, অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি আনতে হবে।
( অনলাইনে ভর্তির জন্য অবশ্যই ফর্ম সাবমিট করার পর অফিসে যোগাযোগ করে সিট বা কোটা ফাকা আছে কিনা জেনে নেবেন) অনলাইনে ভর্তি বা যেকোন তথ্য যানতে এখানে প্রবেশ করুন।
https://attahfizinternational.com/
আমি উপরোক্ত সকল শর্তাবলীতে একমত।